ভোর হয়েছে ঘুম ভেঙ্গেছে কাক ডাকছে ঐ
খোকন সোনা বিছানায় শুয়ে তাকিয়ে দেখে খই
মায়ের বুকে মুখটি লুকায় জোর করবে এখনি
মায়ের সাথে খুনসুটি করে দুদু খাবে একটু খানি !


খোকন সোনা নাছোড় বান্দা মাকে নাহি ছাড়ে,
পিঠের উপর দু’চার ঘা আদর করে তাড়াতাড়ি খা
শ্বাশুড়ীর ডাক কানে ভাসে মায়ের মন তাড়া করে,
মাগো তোমার বদন খানি রাংগা হলো এখুনি ।


মা আমার কখন খায়, কখন ঘুমায়, চোখে দেখি না
মায়ের এত খাটুনি দেখে আমি মানতে পারি না
মায়ের কোন আরাম নাই বাবার আবদার রাখে।


দাদীর গলা শুনে মা বিছানা ছেড়ে উঠে ;
চোখ রাঙ্গিয়ে মা আমার বিছানায় শুইয়ে রাখে,
মায়ের কোন আলতি নাই মেশিনের মত চলে  
সারাদিনের হাড় ভাঙ্গা খাটুনি পর সন্ধ্যা নেমে আসে।