মায়ের পেটে বর্ণমালা পেয়েছি
জন্মের পর মায়ের কাছে শিখেছি
বর্ণমালা যেমন করে মা আমার দুঃখ
কষ্টকে জয় করে আমায় জন্ম দিয়েছে!


পৃথিবীতে আসার আগে মা দশ মাস
দশ দিন তার উদরে স্ব-যত্নে লালন করেছে
পাশাপাশি আমার জন্য স্বপ্ন দেখেছে, আমার
জন্মের পরে বেড়ে উঠা, আমার কর্ম;
তার কষ্টের জন্য কখনো হাল ছেড়ে দেয়নি।


৫২ সালে এই মাসে পশ্চিম পাকিস্তানীরা মায়ের
মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, রুখে দাঁড়িয়ে
ছিল বীর সন্তানেরা। জন্মের পর কানে কানে যে
বর্ণমালা বাংলা ভাষা বলেছিলো, সেই ভাষা চিরতরে
বন্ধ করতে চেয়েছিল!


ভাষা প্রত্যেকের জন্মগত অধিকার, অধিকার কেড়ে
নিলে সেতো বোবা বাকশক্তিহীন হয়ে পড়ে, সে চেষ্টা
২১ ফেব্রুয়ারী বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে মায়ের
ভাষা রক্ষা করেছিল, ৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য
দিয়ে বাংলাদেশের জন্ম।


এযে আমার গর্ভ, এযে আমার বীরত্ব, সারা পৃথিবী বাংলা
কে বাংলা ভাষাকে চিনে ইতিহাস জানে, পৃথিবীর অন্য
কোন দেশে মায়ের ভাষার জন্য যুদ্ধ হয়নি।