জলের উপর জলের ফোটা ছিটকে পড়ে দুরে
ঢেউর পিছে ঢেউকে দেখ তাড়া করে ফিরে।


দিঘীর পাড়ে দাঁড়িয়ে একা আনমনে তাকিয়ে দেখা,
দল বেঁধে দিঘীর জলে পান কড়িরা খেলা করে।


দুষ্ট ছেলেরা ঢিল ছুঁড়ে, পান কড়িরা ছুটে পলায়  
লাল আর সাদা রং’র দিঘীর জলে শাপলা ভাসে,  


মাছ শিকারী বড়শি হাতে দিঘীর পাড়ে হিজল তলে,
মাছেরা দল বেঁধেছে রুই কাতলা আর টাটকানী বলে


বড়শি ধরে মারে টান বড়শিতে উঠেছে সিংগি মাছ
মাছ ছাড়ায় তাজুর বাপ, কাঁটা ফুটায় সিংগি মাছ,


বিষের জ্বালায় দিশেহারা, মাছ শিকারের কর্মসারা,
অবশঃ হচ্ছে নিজের হাত কেমন করে ধরবে মাছ।


হাঁক দিয়ে ডাকে তাজুর বাপ, ছুটে আসে তাজু,
তাজুর বাপের মেজাজ হারায় বড়শিতে মাছ নাই,


কি করবে দিশা না পেয়ে বড়শি ধরে হেচকা টান,
তাজু হলো চিৎ পটাং, সাঁতার জানেনা তাজু নিজে,


দিঘীর জলে হাবুডবু খায় তাজুর বাপ বাঁচাতে যায়
তাজুর হয়েছে বুদ্ধি হারা মাছের কান্ডে দিশেহারা,

তাজুর বাপের বাড়ী ফেরা, সাঙ্গ হলো মাছ ধরা।