কোথায়, কেমন, কিভাবে, কেমন করে
নিজেকে সামাল দিবে জানিনা !


অগ্নী মানুষের দেহ পুড়িয়ে ছাই করে
শরীর পোড়ার গন্ধ চারিদিকে ছড়ায়
জন্মদাত্রী মা’র কলিজা পুড়ে থরে থরে
সকল কষ্ট মুখ বুবে সহ্য করে, কাউকে
বলতে পারে না, এক একা কষ্ট পায়।


দেহ ভষ্ম হলেই কি সব কিছু শেষ হয়
মার মনে ছেলের স্মৃতি চোখের সামনে
বার বার ফিরে আসে, বিশেষ করে তার
জন্ম দিনে ! বিশেষ মুহুর্তে র স্মৃতি গুলো
অন্তরের চোখ পোড়ায়।


মায়ের শরীর ছিঁড়ে ছেলের জন্ম, ছেলের
মৃত্যু যদি স্বাভাবিক হতো ! মেনে নেয়া
হয়ত সহজ হতো কিন্ত র্দু-ঘটনায় জীবন
প্রদ্বীপ নিভে গেলে, মেনে নেয়া কি যায় !