বর্ষাকালে মেঘ আকাশে
হরেক রকম মেঘের খেলা,
মেঘ চুইয়ে বৃষ্টি পড়ে
ধরায় করছে খেলা।


নীল আকাশে পায়রা উড়ে
হঠাৎ রৌদ্রের লুকোচুরি,
মেঘের পায়ে নূপুর পরা
বৃষ্টির সাথে সুরের মেলা।


বাতাসের সাথে মেঘ উড়ে যায়
বৃষ্টির জালে জীবন জড়ায়
মেঠো পথে জলের ঢেউ,
সর্বাঙ্গে শিহরণ জাগায়
হৃদয়ে করে খেলা।


ঘনো অন্ধকার চারিদিকে ঝরছে
বৃষ্টির ঢেলা, খাম খেয়ালী বাতাস
যেন খেলছে হাডুডু খেলা।


বাতাস বৃষ্টির দারুণ খেলায়
আমি হলাম বোকা,
তবুও বৃষ্টি আমায় দেখে !