মা তুমি আমায় যে দিন ছেড়ে গেলে
সেদিন বুঝলাম মা কাকে বলে!
তোমার প্রতি আমার কোন অভিযোগ নাই
যেখানেই থাকে, ভালবাসা নিও।


মা তুমি স্বশরীরে আমার কাছে নাই ঠিক-ই
প্রতিক্ষন, প্রতিদিন তোমার ছায়া সাথে থাকে,
আজ ভিষণ মনে পড়ছে, তোমার নির্ভরশীল
কোল, তোমার আদর, উচ্ছাস হাসি।


মা পৃথিবীর আলোর মুখ দেখেছি তোমার জন্য
অংকুর থেকে বৃক্ষ হয়েছি, আত্বর্নিভরশীল হয়েছি
মাগো আমি যে তোমারই ছেলে রয়েছি ভুবন তলে,
তুমি ছিলে মনের আলো, তুমি নেই অন্ধকার কালো।


জন্ম ঋণ পরিশোধযোগ্য নয়, নিঃশ্বার্থ করেছো আমায়
দান, ক্ষমিয় তুমি মোরে, যেখানে থাক আর্শিরবাদ কর
আমি যেন মানুষের সেবায় জীবন করি দান।