বর্তমান সময়ে আমার রাগ হয় না, হয় অভিমান !
রাগ যেন ভুলেই গেছি, কিছু কিছু কথা,
কিছু কিছু আচরণ হৃদয়ে ঝড় তোলে
সে গুলো প্রশমিত হয় সময়ের টানে,
শুধু নীরবে নিভৃতে রয়ে যায়।


উদাসীনতা র জন্য যে আমায় সারাক্ষণ ছোট করত
আমার অনুরোধে দু’চার কথা শোনার ভান করত
সেই আমার পরকীয়া প্রেমিক !


সেই উদাসীন ব্যক্তি এতটুকু মনোযোগী হয়নি
অবলীলায় চলাফেরা করে দুঃখ তাকে গ্রাস করতে পারেনি,
তাই ভালবাসতে ভয় হয়,
মিলনে তোমার ব্যাকুলতা কে উপেক্ষা করতে পারি !


আমার রাগ হয়না, তবে দুঃখ হয়, কষ্ট পাই না,
তবে পিছনের কথা গুলো ভাবি যা আমাকে শান্তি দেয়,
হাসি মুখে লুকিয়ে রাখি কষ্ট, দুঃখ, পাওয়া না পাওয়ার বেদনা ;
আর তুমি ছুটছ ভালবাসা নামক মরীচিকার পিছনে !