মানুষের মাঝে মানুষ নাই আছে শুধু জীব
খোলার মাঠে গরু চরে পশু-পাখির ভিড়
মানুষ তাকায় আকাশ পানে নিচে বৃন্দাবন
অনিয়ম এখন নিয়মে চলে প্রতিবাদের নাই জন।


সত্য বললে মানুষ হাসে মিথ্যার হয় জয়
যোগ্য তার মাপ কাঠি নাই তোষামুদে হয় জয়
অন্যায় করে গলাবাজি করে গর্ভ করে সেই জন
তোষামুদে বড় গুন সত্য মিথ্যা মিলে করে খুন ।


লোভ-লালসার রক্ত চক্ষু পাওয়া লোভে কাঁপে
জিঘাংসা পূর্ণ হলে মনের সুখে নাচে।
বিশ্ব আজ ঘুরছে দেখ নাগর দোলায় চড়ে
ইচ্ছা স্বাধীন ক্ষমতায় থাকে সংবিধান না মেনে।


রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তারা ভোটের রাজনীতি করে  
জনগণের চাওয়া পাওয়ায় থোড়াই কেয়ার করে
ক্ষমতার স্বাদ এক বার পেলে চোখে পড়ে পর্দা
আবোল তাবোল কথা বলে স্বার্থ থাকে সাথে।


লজ্জা শরমের বালাই নাই অনায়াসে চলে
যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে মানুষ দিনে রাতে
আই টি সেক্টরের খেলা করে সত্যকে মিথ্যা বলে
দিক ভ্রান্ত মানুষের জন্য সমাজ গেল রসা তলে।