ভিক্ষুক রা ভিক্ষা করে হাত পাতে দ্বারে দ্বারে
দু’বেলা খাবার জুটলে ফিরে আসে নিজ গৃহে।
নিয়তি ভেবে মেনে চলে তাদের সবাই অপমান করে,
মুখ ভরে গালি দেয় দায়িত্ব নেয়ার কেউ নাই।  


হত-দরিদ্রের দুর্দশা বুঝে না কেউ তাদের কথা
অন্তর পুড়ে ভিতর পুড়ে পুড়ে দেহের অঙ্গ,
মানুষের বাড়ীতে কাজ করে পেটে যোগায় অন্ন
ছেলে মেয়েরা উপোষ থাকে গিন্নি বলে অকর্ম
এই ভাবে দিন চলে যায় ভাগ্যের নাই পরিবর্তন !


মধ্য বিত্ত মানুষ যারা সুবিধাবাদী বেশী তারা ,
সুযোগ পেলে হুল ফুটায় স্বার্থ দেখে বেশী
সার্বক্ষণিক চিন্তা মাথায় কোটি পতি হবার,
ক্ষনে ক্ষনে রং পাল্‌টায় নিজের আখের গোছায়
সুযোগ বুঝে পক্ষ নেয় অপকর্ম করে ইশারায়।


শিল্প পতি যারা শ্রমিক শোষণ করে পয়সা কামায় তারা
পয়সা দিয়ে প্রশাসন কিনে ভয়ের থাকলো কি ?
স্বার্থের যদি ব্যাঘাত ঘটে মাথায় তাদের খুন চাপে,
হরহামেশায় অপকর্ম করে আইনে তারা রেহাই পায়  
দিবসে তাদের মান্যি করে তারাই হলো নেতা।