হৃদয়ের গহীনে রয়েছে তোমার ভালবাসা, নীশি রাত
সং-গোপনে অনুভব করি সেথায়,জোনাকীরা জ্বলে
নিভে, চেয়ে থাকি আকাশ পানে, তোমায় খুঁজি
তারার মেলার মাঝে।


পড়ন্ত বিকেল হারিয়ে যায় গোধুলী লগ্নে, ধুলার
চাদরের নিঃশ্বাস ফেলি, তোমার ভালবাসার পরশে!
বসন্ত বিকেল পলাশ আর শিমুলের লাল রং
আকাশের গায়ে মিশে।


আট-পৌরে শাড়ি, খোপায় পলাশ ফুল, কলশি কাঁকে
হৃদয় করেছো হরণ! হে মানসী! আমায় তোমার
মতন করে, কেন এত দ্বিধা ছেড়ে গেলে হেথা
সাঁঝের বেলা।


হৃদয়ে সমুদ্রের ঢেউ খেলে, সুর্য ডুবে রাতের আগমনে,
ঝিঁঝিঁ পোকার ডাক,হৃদয় আমার পাগল-পারা, কলসী
তোমার কাঁকে !আড় চোখে দেখ আমায় কথা হয় চোখে
চোখে, চলে গেলে মানসী!আমায় একলা করে ফেলে।