মাটির গন্ধ সোঁদা সোঁদা
ঘামের গন্ধ দূর,
মানুষ পচলে বিশ্রী গন্ধ
সয্য করা দূর,
ভবের দুনিয়ার মানুষ পাগল
কে কত দূর,
স্বার্থ ছাড়া জন্ম দেয় না
মায়ের পেটে বর,
তোমার আমার জন্মের সময়
শর্ত আচ্ছা সেই,
ছেলে জন্মে সবাই খুশি
স্বার্থ আছে তাই!
মেয়ে জন্মে বেজার কেন
বলতে পার কেউ,
ধরার মাঝে অচিন পাখি
আনাগোনা করে,
পরান পাখি উড়াল দিলে
সামাল দিবে কে!
এ দুনিয়াতে সবাই দেখ
বড় বাহাদুর বটে,
শূন্য খাঁচা পড়ে রবে
খুঁজবে নাতো কেউ,
মাটির দেহ মাটিতে মিশে
মাটি আমার ঘর,
ক্ষণিক ধরায় বেঁচে ছিলাম
সেই তো হলো পর।