মনের মাঝে উথাল পাথাল করছে সারাক্ষণ  
আশ্বিন মাসের বৃষ্টি পড়ার নেইকো সময় জ্ঞান।
পথিক হাঁটে পথের মাঝে ছাতা নাই সাথে
হঠাৎ করে বারিধারা চারিদিক থেকে ধেয়ে আসে।
অবাক পানে চেয়ে দেখি দূর-দিগন্তে সুর্যরশ্মি
কেমন করে যাবো হেথায় বৃষ্টি থেকে নিজেকে বাঁচায়।
বৃষ্টির ফোটা গায়ে পড়ে টাপুর টুপুর শব্দ করে
পথের ধারে গাছের সারি বাতাস করে বাড়াবাড়ি।
গাছের জল ওজন বেশী কপাল চুয়ায় আদর করি
খানিক পরে বৃষ্টি নাই চারিদিকে অন্ধকার হয়।
ভিজা মাটির সোঁদা সোঁদা গন্ধ নাকে খুশি মারে
ভালবাসার চুমকি আমার বাতায়নে দাঁড়িয়ে দেখে
হৃদয়ের ভিতর ঝড়ের আভাস চুমকি না জানে !
নীল আকাশে বিজলী চমকায় হৃদয়ের ভিতর বাজে
তোমার আমার হৃদয়ের ঝড় বৃষ্টির তিতিয়ার মাঝে
মান-অভিমানের যবনিকাপাত হৃদয়ের সাথে হৃদয় মিলে!।