মশার জ্বালায় জীবন নষ্ট, কানের কাছে গুন গুন করে
অকারনে গায়ে বসে সুযোগ পেলে রক্ত চুষে।
ঠ্যাং বড় মোটা তাজা, মশা তাড়ানোর বৃথা চেষ্টা
এডিশ মশা বেজায় ঠ্যাটা।

কয়েল ধরালে বেশী আসে, শরীরে বসে নৃত্য করে
হুল ফোটানোর চেষ্টা চালায়, চাটি মারলে উড়ে পালায়!
মশা করে ভেল্কি বাজী, মারতে গেলে নিজের ক্ষতি
মশা ঘরে ভুরি ভুরি, ডেংগু জ্বরের ভয়ে মরি ।

চিকুন গুনিয়া সঙ্গে ঘুরে, কামড় খেলে যমের বাড়ী
যখন যায় টয়লেটে, মশারা সব মিছিল করে
গায়ে বসে পায়ে বসে, মশা কামড়ায় পিঠেতে !

চুলকানোর সুযোগ নাই, হাত যায় না পিঠেতে
মশার জ্বালায় টয়লেটে যাওয়া যন্ত্রনার কাজ
কোন মতে কর্ম সেরে ফিরে এলাম শুয়ার ঘরে।

মশারীতে প্রবেশ করে আত্রুমন রুখে দিলাম
মশারীর বাহিরে মশারা সবাই আন্দোলন করে,  
মানুষ পায়না কামড় দিতে, শ্লোগান দেয় উড়তে
থাকে !

সুযোগ পেলে গভীর রাতে, মশারীতে ঢুকে পড়ে
কানের কাছে গান গায়, সুযোগ বুঝে কামড় দেয়,
মশা নিধোনের ঔষধ চায়, অসুখ থেকে বাঁচতে চায়।