মুক্ত হতে যুক্ত হতে হয়
মানুষ তোমায় ছেড়ে যায়,
সময় তেমন কষ্ট দেয়।


নদী চলেছে এঁকে বেঁকে
স্রোত ধারা প্যাঁক খেয়ে যায়
ঢেউর ভিতর ঢেউর জন্ম
চোখ ছুটে যায় সাথে।


শংখ চিল উড়ে সারি সারি
নীল আকাশের বুকে,
ছায়া পড়ে নদীর জলে টল-
মলিয়ে উঠে।


চাপা জোৎন্সায় অভিসারে
প্রেমিক যুগল লোক চক্ষুর
আড়ালে, ভালবাসা হৃদয়ের
টান, বাধায় না মানে মন।


প্রকৃতির ভালবাসা উদাস
করে মন, বৈরী আবহাওয়া
করে শুধু জ্বালাতন।