পথ হারা আমি, মনের অজান্তে দিশে হারা আমি; এই সুন্দর
ধরণী ছেড়ে চলে যেতে হবে জানি। পৃথিবীর এই রূপ, যৌবন,
আলো ও অন্ধকার ফিরে পাবো না, তবে কেন আমায় যেতে
হবে, কেন তুমি আমায় যেতে দিবে ।

অফসরা তুমি, হেমাঙ্গীনি তুমি, দক্ষিনের জানালা তুমি, তুমি
আমার জীবন ও যৌবনের বাটী, পৃথিবীতে বেঁচে থাকার আশায়
হয়েছি তোমায় সাথী।

আমার চলে যাওয়া পরে ও, ধরণীতে সূর্য উঠবে অস্তো যাবে,
পাখি ডাকবে, দিনের পর রাত আসবে, তুমি থাকবে, শুধু থাকবো
না আমি।

তোমাকে ছেড়ে যাওয়ার কষ্ট, তুমি কি শষ্য করতে পারবে!!
চিন্তা করো না! আমি তখন অদৃশ্য রুপে তোমার কাছে আসবো,
তোমার সাথে লুকোচুরি খেলবো, তোমাকে বিরোক্ত করবো,
তোমাকে মন ভরে দেখবো, কেউ আমাকে বিরোক্ত করবেনা।
মুশকিল একটা আছে, তুমি আমায় দেখতে পাবেনা।

মাঝে মধ্যে তুমি আনমনা হয়ে, খাটের কোনায়, কাজের ফাঁকে,
জাঁনালার পার্শ্বে দাঁড়িয়ে, কখনো বা অন্য কোন প্রসঙ্গে আমার
কথা মনে পড়বে। জানি তোমার কষ্ট হবে, হৃদয়ের ভিতরে
তোলপাড় করবে, পৃথিবী ভেঙ্গে আসবে, কষ্ট হবে, খুব কষ্ট হবে
তোমার !

একটা অনুরোধ রাখবে আমার ?  আমার কথা মনে করে তুমি
কখনো কাঁদবেনা, কেমন ?