প্রতিটি ঘরে মানুষের বসবাস
আঁধার কাটার জন্য জ্বলে নিয়ন বাতি
রাতের শূন্যতা কি কাটানো যায়
প্রতি রাতে আমার আমি টা পালটায় ।

শহরের মূল রাস্তায় মানুষের ভীড় নাই
শুনশান রাস্তায় ফুলেরা যেন নিঃশব্দে হেটে যায়
নীল আকাশের তারা গুলোর ভিড়ে চাঁদ হাসে
পথিক খুঁজে ফিরে নিজের গন্তব্য।

জীবন যে ভাবে যেতে চায় যাক না
হাল ছাড়া নৌকার মাঝি হারাক না পাল
দখিনা বাতাসের ঝাপটা লাগুক না গায়
চাঁদের জ্যোৎস্নায় হারিয়ে যাক জীবনের ঢেউ।

মিথ্যা ভালবাসায় প্রেম যখন বিপথে
কাছে আসার বাসনা গুলো মুখ লুকায় অন্তরে
যেমন করে ধীরে ধীরে চন্দ্র গ্রহণ লাগে
তবুও বেঁচে থাকার আকুতির ভিড় করে মনের কামরায়।