মাঝে মধ্যে মনের মন্দিরে কত কিছুই ভাসে
ফেলে আসা বাল্যকাল কত মধুর কত রঙ্গিন
জন্ম তিথি, আমার গ্রাম, নদী নালা, খালবিল
মেঠো পথ সবুজ ধান ক্ষেত, পশু পাখির সমারোহ ।

জীবন চক্রের আজ এখানে দাঁড়িয়ে কিন্তু আমার শিকড়
আমার নাড়ী পোতা  গ্রাম, চিলাই নদীতে গোসল
হিম ঠাণ্ডায় সূর্য উঠার আগে লাঙ্গল নিয়ে মাঠে যাওয়া
কখনো চাষ জমিতে ভোরের সূর্য উঠে !

আমার বাল্যকালের স্মৃতি ছেলে মেয়েদের কাছে রূপ কথা
গরু গোসল করা, মাঠে খাবার নিয়ে যাওয়া, গম মাথায়
নিয়ে কলে ভাঙ্গানো, সংসারের অন্যান্য কাজ করে লেখাপড়া
বাল্যকালের কাজ কর্মের ধারে কাছে ও এখন  নাই!

এখন আমি সাহেব সবাই বলে কিন্তু আমি যে কৃষকের সন্তান
ভুলে যায় কি করে গ্রাম আমাকে টানে বার বার
লাল সবুজ পতাকা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, স্বাধীন ভূ-খণ্ড
বাংলার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস হৃদয়ে ঘুমিয়ে আছে।

আমার সন্তানদের কি বুঝাইতে পেরেছি তারা কি আমার কষ্ট বুঝে
মাঝে মাঝে আমাকে এসব প্রশ্ন বড় পিঁড়া দেয়
আমি সফল বাবা, স্বামী, অভিভাবক, দেশ প্রেমিক
বাঙ্গালী আমার গর্ব, জয় আমার ঐশ্বর্য দেশ আমার স্বাধীন।