মনের কোনে নীল গগনে
এ দেশের মাটি রক্ষায় শপথ করি একে অপরের
হাত ধরি। যুদ্ধের দামামা চারিদিকে বাজছে,
অস্থির বিশ্ব।


মাকে ধরে শপথ করেছি দেশ রক্ষায় জীবন
করিব দান। দেশের মাটি সোনার চেয়েও খাঁটি,
এক ইঞ্চি নাহি করিব দান।


গোলা-বারুদ সাথে, ছুটে আসে শক্র সেনার দল,
বাংলার দামাল ছেলেরা নাহি ছাড়ে সমানে সমান!
৭১সালে মা বোনেরা বুকের রক্ত ঢেলে জীবন
করেছিল দান।


সম্ভ্রম হারিয়ে পথে পথে ঘুরে দেয়নি এতটুকু
সম্মান। ধর্ষিতা বোন কলঙ্গিত স্বাধীনতার পর।
যাদের কারনে স্বাধীনতা পেয়েছি পায়নি যোগ্য
সম্মান।


বাংলার মাটি, বাংলার জল, গায়ে মাখি আনন্দ
উজ্জল, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সোনার
ফসল ফলায় কৃষকের দল। মোটা কাপড় মোটা
ভাত বাঙ্গালীর গর্ভের স্থল।