মানুষ এত নিষ্ঠুর হয় দেখিনি তো আগে
স্বার্থের কারণে মৃত্যুর অভিনয়, এটাও তারা করে !
সদর দরজায় তালা মৃত দেহ নাই ঘরে অন্যের উপর দোষ চাপাই
ক্রয় করা রক্ত মেঝেতে ঢেলে খুন হয়েছে চিৎকার করে !


জনগণের মনকে খেপিয়ে তুলে কুট চাল চেলে,
বুঝে উঠার আগে ঝাঁপিয়ে পড়ে টার্গেট করা ব্যক্তির উপরে  
গন পাটুনী দিয়ে আধা মরা করে ফেলে উদ্ধার করে পুলিশ
বিধাতার কল্যাণে জানে বেঁচে যায়!


দুষ্ট লোকেরা চোখের ইশারায় কাজ সারে সময়টা তাদের
সত্য কাজে সাক্ষী পাওয়া যায় না কাউকে মিথ্যার সমাহার
মিথ্যার ভিতর এক ফোটা সত্য প্রস্ফুটিত হয় বার বার
মেরুদণ্ড শক্ত করে সত্যের উপর দাঁড়াও এক বার !


আইন চলে নিজস্ব গতিতে বাধা হয়ে দাঁড়ায় দুষ্ট লোক
দুষ্ট লোকেরা ফুন্দি আঁটে আইন ভরে পকেটে
অনিয়ম কে নিয়মের ফাঁদে ফেলে সাধু সাজে বার বার
সত্য কথা বার বার বললে মিথ্যা হয়ে যায় না এক বার!


(সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখা)