বন্ধু কতো দিন কত রাত জেগেছি একেলা
প্রেমানলে জ্বলছি আমি পুড়ে হলাম দু-নালা
বন্ধু তোমার প্রেমে হলাম আমি দেবদাস
পার্বতী হয়ে কেন আমার কাছে এলে না।


দিবা-নিশি ভেবে মরি ছিল না কোন ছলছাতুরী,
বিনা দোষে দোষী আমি কেন তুমি বুঝলে না
প্রেমের ঘোড়া, প্রেমের বেড়া বেড়া তোমার দেহে
চন্দ্রমুখীর আনাগোনা তোমায় দেখি চোখে ।


নেশা করে পড়ে থাকি ভালবাসার জ্বালায়
জীবন আমার ঔষ্টাগত মন পুড়ে হয় ছাই  
তোমার প্রেমে পাগল বলে লোকে পাগল কয়
প্রেমেরে জ্বালায় জ্বলি আমি তুমি হলে সহায়।


ভালবাসা অন্তর জ্বালায় দেহ জ্বালায় মরনে
তোমা বিনে আমি অন্ধো চোখে দেখি না স্মরনে
ভালবাসায় এত জ্বালা তুষের আগুন জ্বলি,
মরনের পরে পাব তোমায় ভালবেসে মরি......