আয়নার সামনে দাঁড়িয়ে
নিজেকে প্রশ্ন করি ! আমি কি সৎ নাকি অসৎ ?
চেহারায় ফুটে উঠে কালো ছায়া!
বিবেক তাড়িত করে প্রশ্নের কেন্দ্র বিন্দুতে,
মনের মাঝে সঠিক উত্তর খুঁজে বেড়ায়.....!


জন্ম আর মৃত্যু বিধাতার বিধানে, কর্মের ভিতর
বেঁচে থাকে সৎ আর অসৎ’র কৃতকর্ম।
সৎ কর্ম অবচেতন মন কল্পনা করে কিন্ত স্বার্থ,
লোভ-লালসা, চাওয়া-পাওয়া, ক্ষমতা পথকে
রুদ্ধ করে।


পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র, যে দিকে তাকায়
দুরভি সন্ধি’র দৃষ্টিতে তাকিয়ে থাকে একে
অপরের দিকে, কখনো কখনো মনের আয়নায়
ফুটে উঠে সৎ আর অসৎ ‘র  টালী খাতা।