প্রকৃতির বুক থেকে ধীরে ধীরে
সুর্য পাহাড়ের কোলে ঘুমিয়ে পড়েছে
মুখ না মুখোশ ধরতে পাছি না !
সামনে যা দেখছি সব আসল মনে হচ্ছে ।


জীবনের আলো একদিন নিভে যাবে সত্য
সুন্দর এই ধরিত্রী ছেড়ে চলে যেতে হবে
মনে হলে হতাশায় ঘিরে ধরে চারপাশ........
তবুও মানুষ মানুষকে খুন করে র্নিদ্বীধায় ।


সৃষ্টি কর্তার কি অপুর্ব সৃষ্টি
প্রকৃতি যেমন আমাদের বাঁচিয়ে রেখেছে
তেমনি এই প্রকৃতির ধ্বংসের মুলে মানুষ
ধরিত্রীতে স্বার্থ আর ক্ষমতার অসুস্থ্য প্রতিযোগীতা।


চেনা চেহারার ভিতরে রয়ে যায় অচেনা
প্রতিনিয়ত অতিক্রম করছে সীমানা
সভ্যতা আর আধুনিক গনতন্ত্রের বিবর্তনের প্যাঁচে মানুষ
আসল আর নকলের ফারাক আজ ও বুঝি না ।