সিদ্ধি সেবনে মনের রাজা
হৃদয়ের দুঃখ হয় যে তাজা
একা একা বক বক করে
নাই তো শুনার কোন শ্রোতা।


আফিম খেয়ে ঝিমুতে থাকে
অপমানের প্রতিশোধ খুঁজে
মনের জ্বালা মন রে খুঁজে
পথ পায় না ঘুমিয়ে পড়ে ।


পাগলা পানি পেটে পড়লে
পথে ঘাটে চিল্লা চিল্লি করে
লোকে তাদের খারাপ বলে
নেশা ফুরালে সোজা হাটে।


সুবিধাবাদীরা সুবিধা লুটে
পরের মাথায় কাঁঠাল রাখে
নির্যাতিতদের দুর্বল ভাবে !


জন্ম যাদের আজন্ম পাপ
বেঁচে থাকায় কি তাদের লাভ !
তারা যদি এক জোট হয়
মুক্ত করবে সমাজের জঞ্জাল।