দুঃখ আর আতংক সারাক্ষণ তাড়া করে ফিরে
চারিদিকে এত সব ঘটনা নিজেকে হারিয়ে ফেলি
আজ আমাদের জীবনে সুর্য ডুবছে আগামীকাল
কি উঠবে! নিয়তি জানে,


মানুষ কল্পনা করে জীবনে চাওয়ার স্বপ্ন দেখে
ভবিতব্য আসবে আজকের বর্তমান সময় পার করলে
যেটা ঘটে গেছে সেটা অতীত, সুখের বা দুঃখের
ঘটনা ঘটার ছিল সেটাই ঘটেছে বিরত রাখা যায়নি।


তুমি আমি সে আমরা তিন সময়ের বাহিরে নই
তোমার পূর্ব পুরুষ, বর্তমান পুরুষ, আসবে যে পুরুষ,
ইতিহাস সেটা বলবে, ইতিহাস সাক্ষ্য দিবে ভাল মন্দের
প্রতিটি ঘটনা, ক্ষণ, অভিজ্ঞতা সামনে চলার পথে ও !

অতীতে অনেক রোগ বালাই এসেছে মরনাস্ত্র হিসাবে
বিধাতা প্রদত্ত, আমরা বিশ্বাস করি আবার নিরাময় হয়েছে
কিন্তু মানব সভ্যতার চরম যুগে ধরায় এ কেমন বালাই!
পৃথিবীর সমগ্র মানব জাতি বিপন্ন প্রায়, স্বাভাবিকতা নাই।


এ কেমন সময় এলো একজন থেকে অপর জন দুরে থাকা
আবেগ, ভালবাসা, অনুভূতি, অন্দর মহলে একাকীত্ব গুমরে মরছে,
ভয় ও আতংকের মাঝে!
বিধাতা এ কেমন তোমার খেলা।


ইতিহাসের পাতায় মানব সৃষ্টির ইতিহাস, রাজ্য দখলে র
ইতিহাস, বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ইতিহাস ইত্যাদির
বর্ণনা আছে, যা থেকে মানুষ শিখতে ও সাবধান হতে পারে
কিন্তু কোভিড-১৯ তার কোন কুল কিনারা পাওয়া যাচ্ছে না।
তবে কি! মানব প্রজাতি ধ্বংসের দড়-গোঁড়ায় ভাবতে হবে!


(কবিতাটি করোনা কালীন ০৯.০৫.২১ তারিখে লেখা)