খুলে রেখেছি মনের জানালা তুমি আসবে বলে
বসব মোরা ঝিলের ধারে হিজল গাছের তলে
বলব মোর মনের কথা আকাশ তারার সাথে ।


পদ্ম ফুলে ভরেছে ঝিল আমরা দু’জন বসে
চাঁদের কিরণ ঢেউ খেলে যায় পদ্ম পাতার মাঝে
মনের আবেগে ভাসিয়ে ভেলা অথই ঝিলের জলে
লক্ষী প্যাঁচা হিজল গাছে ডাকছে মনের সুখে।


যৌবনের প্রেম বাঁধন হারা মন যে মানে না হায়
শাড়ীর আঁচল দখিনা বাতাসে এলোমেলো হয়ে যায়
পদ্ম ফুলে জ্যোৎস্নার আলো ঠিকরে আসে গায়
নয়ন ভরে দেখছি তোমায় মনের ইচ্ছা টুকু তাই।


রাতের অভিসার ঝঞ্ঝাট ছাড়া বাধা দেয়ার কেউ নাই
পরান ভরে ভালবাসব তোমায় মন যে লুটে যায়
ধীরে ধীরে রাত্রি দ্বি-প্রহর যাবার ক্ষণ বাজে  
ছেড়ে যাবার কথা পড়লে মনে হৃদয় ভেঙ্গে আসে !


কবে হবে মিলন মোদের পরিবারের বাধা ডিঙ্গিয়ে
অপেক্ষা আর সয় না মনে ভালবাসার আবেশে
হৃদয়ের পাটাতন খোলা আমার তুমি আসবে বলে।