আজকে মনটা উদাস উদাস লাগছে, বন্দী জীবন, বাসায়
আমি একা ঘরে, পিছনের কথা বার বার মনে পড়ছে।
সময়ের প্রয়োজনে বয়স বৃদ্ধিতে এমন হয় নাকি !


কি লিখবো বারান্দায় দাঁড়িয়ে ঐ দূর নীল আকাশ ছাতার
মত ফুটে আছে সাদা মেঘ,  সূর্যকে ঢেঁকে দিচ্ছে, কি
সাহস ! ইচ্ছে করে আবার ছোট হতে, ছোটদের মত
খালী গায়ে, খালী পায়ে দুরন্ত-পনা করতে............।


আবার মন চায় কৈশর ও যৌবনের মাঝে ফিরে যেতে,
দাঁড়িয়ে দেখি প্রেমিক যুগোল কাছাকাছি, ঘনিষ্ট হয়ে
বসে আছে, এক অপরকে আবেগ উগলে দিচ্ছে .....।


সামনে সবুজ মাঠ, ধান ক্ষেত, বিহঙ্গের মত দোল খাচ্ছে,
নদীর ঢেউর মত ভালবাসায় সিক্তো হচ্ছে, পাখিরা গোধুলী
লগ্নে সারিবদ্ধ উড়ে যাচ্ছে নীল আকাশে বাধা-বন্ধনহীন,


কোন পিছু টান নাই ! আমি ও মুক্ত বিহঙ্গের মত নীল
আকাশে উড়ে যেতে চায়, যেখানে মন চাই ।