নাগর নদীর পাড়ে বসে ভাবছি আমি একা
পান-কড়ি আর বলগা ফড়িং ভাবছে আমি বোকা
রুই কাতলা বোয়াল মাছ পানিতে করছে খেলা  
স্রোতের টানে ছুটছে তারা দেখে মনে হয় ভেলা    
ঢেউ র উপর ঢেউ খেলে যায় কিনারায় আসে না।


হিজল গাছে কাকের দল করছে ডাকা ডাকি
কানের কাছে বলে উঠে করছো এখানে কি!
হলুদ কালো প্রজাপতি সারি বদ্ধ উড়ে যায়
প্রজাপতি উড়ে এসে বসে আমার গায়।


নাগর নদীর কোল ঘেঁষে রাস্তা গেছে বহু দুর,
এঁকে বেঁকে নদী গেছে তালোরা নামের গাঁয়,
নদীর জলে গোসল করে জমিতে নেয় পানি,
দুর থেকে দেখি নদীতে রাখাল মহিষ ধরে টানে।


গোধুলী বেলায় প্রফুল্ললোচনে অবগুন্ঠনবতী নদী
আমি অকুতো ভয়ে বসে আছি ফিরে যাবে নিজ গৃহে
হারিয়ে যায় আঁধারে কুহেলিকা বৃত বদনে!


নদী মাতৃক বাংলাদেশ নদীতে ঘিরে আছে বেশ
রাখাল বালক ঘরে ফিরে ভাটিয়ালী গানের সুরে,
নদী ভাঙ্গনের শব্দ শুনি বাতাসে ভাসে বাঁশির সুর।
বাংলা আমার মায়ের কোল মরবো মায়ের চর নে।