জীবন চত্রু বড় কঠিন পরিকল্পনা বিহীন
আন্ধকারের রুপ আছে যদি তুমি খুঁজো
আলোর একটি ধর্ম আছে যাদি তুমি ভাব
আলো-আঁধারের চত্রেু পড়ে নতুন পথ খুঁজো !


নারী-পুরুষের ভেদা ভেদ করি খালি চোখে দেখে
বুদ্ধির খেলায় পুরুষরা জিতে নারীরা তখন হারে !
বাড়ীর কাজে নারীরা জিতে পুরুষের নাই বাহাদুরী
বহুকালের অভ্যাস থেকে নারীকে রেখেছে বন্দী।


আধুনিক যুগে দুয়ার খুলেছে নারীরা হয়েছে বাহির
পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে হয়েছে কাজের শরিক
পুরুষের হয় চক্ষুশুল লেখা পড়া আর প্রশাসনে
নিজের সিদ্ধান্ত চাপিয়ে জ্বালা মিটায় ক্ষণে ক্ষণে।


নিজে নিজে পুলকিত হয় নারীকে অপমান করে
নিজের দোষ ঢাকতে গিয়ে নারীদের দোষ খুঁজে
অনেক দিনের বদ-অভ্যাস ছাড়তে নাহি পারে
ছোট খাটো ভুলের জন্য খোটা দিয়ে মারে।


সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্টা হবে নারীদের অধিকার
নারীরা এখন অবোলা নয় সময় গেছে পাল্টে    
নারীদের অধিকার নারীকেই ছিনিয়ে নিতে হবে
অন্ধকারে আলোর দিশারী নারীরাই হবে শ্রেষ্ট আধার।    


(কবিতাটি বাংলার সকল নারীকে উৎসর্গ করা হলো)