নেশা করেছি বেশ করেছি তোমার তাতে কি
ক্ষুধা, দুঃখ, কষ্ট, হৃদয়ের জ্বালা তুমি বুঝবে কি !
শা…...ন্তি খুঁজছি নেশার মাঝে ?


গভীর রাতে চাঁদের আলো আকাশ ফুঁড়ে উঠে
মনের মাঝে হাজারো প্রশ্ন মুখে নাহি আসে।
হৃদয়ের মাঝে তুষের আগুন ধিকি ধিকি জ্বলে
মদের সুরা পেটে গেলে দ্বি-গুন জ্বলে উঠে।


বাঘে শিয়ালে ঝগড়া করে ক্ষমতার দম্ভ দাগে
মধ্যবিত্ত দরিদ্র মানুষেরা বাঁচার জন্য লড়ে।
ক্ষুধার জ্বালায় সমভ্রম বিলায় বিত্রিু করে দেহ
লোভী লোকের বিষ দাঁত ভাংতে পারে কেহ ?


সমাজে হচ্ছে নির্যাতন বিচার চাওয়ার জয়গা নাই
নেশা করে মাতলামি করে মনের জ্বালা মিটায়।
মদ খেয়ে নেশা করলে সবাই বলে মদারু
সমাজ কেন ! জানতে চায়না আমি কেন মদারু।