বাজারের থলে হাতে নিয়ে
চলল মদন হাটে,
বর্তমানের সময় এখন
জিনিষ পত্রে আগুন,
বাজারের ফর্দ অনেক বড়
পকেটে পয়সা কম,
স্ত্রীর নির্দেশ তালিকা মত
কিনতে হবে সব,
চাল, ডাল, তেল, লবণ
কিনতে গেছি হাটে,
দামে র কথা শুনে আমার
কলিজা গেছে পুড়ে,
মাছের বাজার যাওয়া হয়নি
কিনতে হবে তরকারী,
ঘুরতে ঘুরতে গলদ ঘর্ম
কিনতে পারি না,
একটা কিনলে অন্যটা বাকী
পকেট হয়েছে খালী,
ভিড়ের মাঝে বাজার করতে
শ্বাসে আসে বালি,
সংসারের ঝামেলা সবাই
মিটা তে পারে না,
ধৈর্য ধরে হিসাব কষে
করতে হবে বাজার,
সব সমস্যার সমাধান হবে
কানে শুনবে না !