আপার বাড়ী রাধা নগর আরএম একাডেমি পিছে
ইছামতি নদীর বাঁক বাড়ীর পাশ দিয়ে গেছে,
রূপ নাই, যৌবন নাই, আছে নদীর তলা
ঝির ঝির জলের ধারা নর্দমার নালা
নদীতে নাই ঢেউ, নাই কোন ভেলা
নদীর বুকে মানুষ হাঁটে, পশু পাখি করে খেলা!,


নদীর দুই ধারে বহু ঘর বাড়ী উঁচু উঁচু দালান  
সোঁয়ারেজের পাইপ লাইন নদীর বুকে চালান
কবি গুরুর সেই ছোট নদী চলে বাঁকে বাঁকে,
বর্ষাকালে নদীর বুকে কিছুটা জল থাকে,
পাবনা শহরের পরিখা ইছামতি নদী,
নদীর বুকে তৈরি হয়েছে কংক্রিটের সেতু,
শহরের উত্তর ও দক্ষিণে র হয়েছে যুগল বন্দী।


পুরানিক ঐতিহ্য, প্রকৃতির নিদর্শন, জমিদারে র বাড়ী,
স্বাধীনতার ইতিহাস ভঙ্গুর অবস্থায় দিচ্ছে সাক্ষী,
কবি বন্দে আলী র স্মৃতি হারিয়ে যাবে অচিরে,
সুচিত্রা সেনের স্মৃতি রক্ষা, অন্নদা পাবলিক লাইব্রেরী,
বনমালী র মুক্ত মঞ্চে আছে অনেক স্মৃতি !
আধুনিকতার ছোঁয়ায় উঁচু উঁচু দালান আর শপিং মলের সারি  
পুরাতন কে দুরে ঠেলে হয়েছে আধুনিক নগরী !