নদী কি আর আগের নদী আছে
নদীর কষ্ঠ আমরা কি হৃদয় দিয়ে দেখি
নদীর উৎপত্তি সাগর থেকে সাগরে গিয়ে মিশে
আবাক কান্ড নদী কি আর নদীর মাঝে আছে!


ভাটির টানে নদীর জল উজান পানে ধায়
দুই কিনারা ভরে গিয়ে নদী বিলের মত দেখায়
স্রোত নাই, ঢেউ নাই, নদীর বুকে চরা পড়ে তাই!


কল-কারখানার বর্জ্য জল, ময়লা আবর্জনা,
সোয়ারেজের লাইন, ড্রেনের জল নদীর সাথে মিশে
নদীর জলের আসল রং নাই হয়েছে কাল মিশমিশে !


নদীর জলে র্দুরগন্ধ ছড়ায় চারিদিক থেকে
মাছ আর জলের জীব অস্কিজেন ছাড়া বাঁচে
নদী কি আর আগের সেই নদী আছে।


জন্ম থেকে হাজার/লক্ষ বছর ধরে, যাচ্ছে
নদী তিলে তিলে মরে;
সেই নদীতে বাঁচার জন্য মাছেরা মিছিল করে ফিরে।


নদীর বুকে চর জেগেছে গড়ে উঠেছে বসত বাড়ী
খাল ডোবা গর্তের ফাঁকে জলের ধারা আটকে গেছে বাঁধে
নদীর দু:খ কেউ দেখেনা নিষ্ঠুর মানব গোষ্টী
জীর্ন শীর্ন দেহ নিয়ে মনের কষ্টে বেঁচে আছে নদী।