মাঝ নদীতে নৌকা আমার
উদাস উদাস মন
রক্তিম আভা চারি পার্শ্বে
সুর্য ডুবছে পশ্চিমা আকাশে  
জলের স্রোতে মন মেতেছে।


হেমন্তের এই মিষ্টি হাওয়া
কাশ ফুলেতে দুলছে দোলা
ঢেউ খেলে যায় বালু চরে
রাখাল বাজায় বাঁশের বাঁশি
মন ছুটে যায় গগণ পানে।


নৌকার উপর চাঁদের আলো
নদীর জলে ঝিলিক মারে
চোখের তারা উছলে উঠে
মনের মাঝে দোলা লাগে
নৌকা ছুটছে হেলে দুলে।


প্রকৃতির প্রেম জড়িয়ে বুকে
শিশির সিক্ত কুয়াশা ঝরে
ভিজিয়ে দিয়ে যায় গা
নৌকার মাঝি গান ধরেছে
মন ছুটেছে আমার গাঁও।