ওরা কেন আমার দেহ কে খোঁচায়
আমাকে খোঁচায় না...........
কেন আমার দেহে তার কামনা বসাতে চায়
আমার মনকে ভালবাসে না।


যৌবনের উদ্মাদন এতই তীব্র যে নিয়ন্ত্রন নাই
আমি জানি বিশেষ জন্তুর ভাদ্র মাসে চাহিদা জাগে
সারা বছর চাহিদা জাগে না....
সেই জন্তুরও নিয়ন্ত্রন আছে অসভ্যতা করে না।


সভ্যতার যুগে বসবাস করে ও কেন এত অসভ্যতা!
কখনো দিনে আবার রাতের অন্ধকারে জিঘাংসা মিটায়,
কই মাছের মত খল বোলিয়ে উঠে যৌন ক্ষুধা......
আমরা কি ! পশুতে রূপান্তর হয়ে যাচ্ছি।


সময়ের ব্যবধানে নুংরা মানুষিকতা অসভ্যতার শেষ কোথাই
জিঘাংসার প্রহর শেষে ছুঁইয়ে পড়ে দেহের অপবিত্র ঘাম
এ্যঁটে দেয় দেহের বোতাম।  


সৃষ্টিকর্তা আমাদের সভ্য প্রজাতি হিসাবে সৃষ্টি করেছেন
বলাবাহুল্য ধরিত্রীতে এসে এত স্খলন ঘটেছে আমাদের
নিয়ন্ত্রন করা দায়..........................!!