আমি তো আমার জীবন টাকে সাজাতে চেয়ে ছিলাম,
আমার মত করে !
বাল্যাকালের স্বপ্ন কৈশরে হারিয়ে গেছে, কৈশরের
চাওয়া-পাওয়া যৌবনে ভিন্ন, যৌবনের চিন্ত
মিলে না কোন অন্ত!
কিন্ত কেন?
আমি কি বদলে যাচ্ছি, নাকি সময় আমাকে
বদলাতে বাধ্য করছে! মনে মনে ভেবে রাখি
এক, বাস্তবে গিয়ে দেখি আর এক! সবাই
আমাকে পাগল বলে। বলেন তো সত্যি কি,
আমি পাগল! প্রশ্ন করি নিজে কে কিন্ত কোন
উত্তর খুঁজে পায় না। শিশু কাল থেকে কৈশর
যৌবনে এসে হলাম বন্দী।
আমি কি আমার মধ্যে আছি, নাকি আমার সত্তা
তোমার ভিতরে প্রবেশ করেছে! বিয়ে এই জিনিষ
টা যে কি; আগে বুঝিনী, এখন আমার চাওয়া-পাওয়া
ভাল লাগা, তোমার ভিতর দিয়েই ঘুরছে।
আমি, আমার মন, জীবনের প্রবাহ তোমার চার
দেয়ালে বন্দী। প্রায় গৃহ-পালিত জীবের মত!
অপেক্ষায় থাকি?