জেনে বুঝে মিথ্যা বলি
ওরা যখন চেপে ধরে
বাঁচার আকুতি বলে
সত্য বললে বিপদ ঘটবে !


মরা দেহে ছবি আঁকি
সুখ খুজি অনন্তকাল
নিত্য দিন মরি আমি
বুঝে না যে নিজের লোক !


নোলক নাড়ে নব বধু
শিশুর চোখে শরত সুখ
হেলে দুলে কাশ বন হাসে
আকাশে হাসে রংধনু !


ঋতু ছেড়ে যায় ঋতুর আগমনে
বাবা ছেড়ে যায় ইহকাল
টুকরো টুকরো সুখ উড়ে বাতাসে
ধরা দেয় না আমাকে !