অতি উৎসাহী লোক নিজ পরিবারে ও সমাজে
অভাব হয় না।
বুঝেও কথা বলে আবার না বুঝেও কথা বলে ! আপনি
পছন্দ করেন আর নাই করেন না বলতে পারবেন না।

এরা বড় সুযোগ সন্ধানী ওঁৎ পেতে বসে থাকে পরিবারে
ও সমাজে সুযোগ পেলেই কচ্ছপের মত মাথা বাহির করে।

আলোচনার বিষয়বস্তর উপর জ্ঞান না থাকলেও আপনার
কথার পয়েন্ট ধরে নিজেকে জাহির করে। স্বাধীনতার পরে
জন্ম হয়েও মুক্তিযুদ্ধে অংশ গ্রহনের গল্প বলে নির্দ্ধিধায়!

লেখা পড়ায় আন্ডার ম্যাট্রিক হলেও কেউ বুঝে উঠার আগে
স্নাতক সহ অন্যান্য ডিগ্রীধারী বলে নিজেকে প্রকাশ করে।
কারন উপর মহলে যোগাযোগ আছে বাহিরের বেশ ভুষা
ঠাট বাটে ভরা ।

ঠিকানা থাকার পরও আপনাকে ঠিকানা বিহীন বানাতে সময়
নিবে না, কারন সে অতি উৎসাসী লোক ।  

প্রযুক্তি ব্যবহারে শিক্ষাগত যোগ্যতা যাচাই করে না উপরের
চাক-চিক্য দেখলেই তাকে সম্মান জানাই অতি উৎসাহী
লোক সেই সুযোগে সুযোগ ব্যবহার করে।

সৎ, নিঃশ্বার্থ, নিষ্টাবান, পরোপকারী লোক আজ কোন ঠাসা
সমাজে বাতিল বলে গন্য হয়েছে অবি উৎসাহী লোকের
কারনে যা পরিবারে ও সমাজের জন্য অশিনী সংকেত।