জীবন নাটকের নাট্য মঞ্চে আমার দু’জন অভিনয় শিল্পী,
অভিনয়ের পাঠশালায় যোগ-বিয়োগের সুযোগ নাই !


জীবন তরীতে আমরা দু’জন দু’জনেই দুঃখী
সকলের সামনে ভাব করি যেন আমরা সুখী !
উভয়ে মোরা অভিনয়ে ক্লান্ত,
কচ্ছোপের মত মুখ লুকিয়ে রাখি দেখায় সুখের সাগর।


বিরহের সলতে বাতি জ্বলে ধিকি ধিকি
হৃদয়ের জ্বালা জ্বলে যে দ্বি-গুন নিজে সামলে রাখি !
কোন এক সুখ স্মৃতি উঁকি দেয় মনে
জীবন নাটকের নায়ক-নায়িকা মোরা
বেড়া হয়ে দাঁড়িয়ে আছে মনে!


নীরবতায় থাকব আর কত কাল হৃদয়ের আকাশে লাল আভা,
নিরবে নিভৃতে হারিয়ে যায় বহু প্রেম
জীবন নাটকে হউক প্রেমের আবাদ।  
শেষ হউক অভিনয়ের পালা।