ঘুর্ণী চাকায় ঘুরছে জীবন বিরাম খুঁজে মনে
বিলাস যদি অভিলাষ হয় দুঃখ থাকে সাথে
শুণ্যর মাঝে জন্ম আমার একের অপেক্ষায়
ত্রি-ভুবনে আসব বলে মনে বড় ভয়!


ভুবন তরীর নাগর দোলায় দুলছি দিবা রাত্রি
সঠিক পথের বেঠিক হিসাব করছি মাতা মাতি
কুয়াশা ঢাকা দিনের আলো সুর্যর চোখ আঁধার
বিধাতার নিয়মে সুর্যর আলো নিত্য কলা-কৌশল
স্বর্গ-নরকের বিচার হবে পাপ পুণ্য র হিসাব!


লৌকিক বিচার করে মানুষ অলৌকিক’র দোহায়
মানুষ নামের অ-মানুষ গুলোর মন বুঝা বড় দায়
শুণ্য থেকে এক-এ এলাম ঘুরছি সারা বেলা
কর্মের মাঝে পাপ পুণ্য হিসাব করে কারা!


কুটিল মন জটিল জীবন অন্তর-আত্মা করবে কি !
এক থেকে গুণ্য-এ ফিরার সুযোগ আছে কি
দয়াল বল না সুযোগ আছে কি ?