আমি এখন আর অভিমান করি না
অভিমান করাটা এখন শুধু বোকামী
অভিমান করব কার কাছে বুঝার মত কি লোক আছে ।


অভিমান বুঝত দাদা মশায়, অনেক জ্ঞানী লোক ছিলেন
আমার চলাফেরা কথা বলা দেখেই বলে দিতো......
কি দাদু ! কিসের এত তোমার অভিমান !


তিনি সংসার, সমাজ ও রাজনীতির অগাধ জ্ঞানের অধিকারী
দাদু বলত; জগত সংসারের পট পরিবর্তন এমনি হয়
অভিমান করে এখন কোন লাভ নাই ক্ষতি ছাড়া।


তোমার মনের কষ্ট লাঘব হবে যাও চলে নদীর তীরে
ফাঁকা জায়গায় চিৎকার করে মনের কষ্ট গুলো বলো
পুঁজিবাদী সমাজে এক শ্রেণীর মানুষ ধণী অন্যরা নিঃস্ব


শ্রেণীতে শ্রেণীতে দ্বন্ধ ভেঙ্গে ফেলতে হবে শ্রেণী বিভেদ
অভিমানের কোন মুল্য নেই শুধু পরাজয় হৃদয় ক্ষতবিক্ষত
নিঃস্ব শ্রেণীকে কোমর সোজা করে দাঁড়াতে হবে !