পাহাড়ের বুকে ঝর্ণা ধারা
বইছে দিবা-নিশি,
কোন বাঁধায় মানে সে
বহে নিরবোধি।


দিনের বেলায় আকাশ দেখ  
পাহাড় ছুঁতে আসে,
রাতের বেলায় আকাশ ঘুমায়
পাহাড়ের কোল ঘেঁষে!


জীব জন্তুর অবাদ বিচরন
পাহাড়ের বুকে,
নীল আকাশে তারার মেলা  
রাতের বেলায় ফোঁটে !


চাঁদের আলো ঠিকরে পড়ে
ভরা পুর্ণিমার রাতে
দিব্য চোখে তাকিয়ে দেখ
পাহাড় দুরে ধায়!


ভোরের সুর্য উঠার আগে
আড়মোড়া সে খায়,
পাহাড় যেন মুচকি হেসে
দুরের পানে চায়।