মাকে ছেড়ে বিদেশ বিভুঁই দুরে থাকি একা
সারা শহরে অনেক খুঁজে পাই না তোমার দেখা
পাই না মায়ের সবুজ ঘেরা মায়া ভরা মুখ
ব্যস্ত শহরে উঁচু উঁচু দালান পাই না খুঁজে সুখ।


শিশিরে ভেজা ভোরের ঘাসে পাই না ছোঁয়া আর
পাই না আমি পুকুর ঘাটে গোছল করার সুখ
শাপলা শালুক হিজল তমাল হাসনা-হেনা আর বেলী
দেখা যায় না, দোয়েল,শ্যামা, টিয়া শালিক দুই পাখা মেলি।


এই ভাবে ভেবে মা দিন যে চলে যায়, মনটা থাকে গাঁয়ে
গাঁয়ের সবুজ ঘেরা মাঠে নদীর পাড়ে মায়ের দেখা মেলে।