অফিস শেষ করে দ্রুত শিলাইদহ ঘাটে পৌছালাম
ঘাটে পৌঁছেই দেখি নৌকা ছেড়ে চলে গেল
মন টা খারাপ হলেও পরক্ষণে ভালই হলো মনে হলো !


আজ প্রচন্ড শীত কুয়াশা চারিদিকে ঢেকে আছে
ঠান্ডা হওয়া বইছে শীত যেন জাঁকিয়ে বসেছে
সন্ধ্যা ঘনিয়ে আসছে পশু পাখির মত আমরাও
গৃহে ফেরার তোড়জোড় কে কার আগে যাবে !


নৌকা আসতে দেরী পদ্মা নদীর উত্তাল রূপ এখন নেই
জল কমে গেছে কুচি কুচি ঢেউ একটার পিছনে অন্যটা
সুর্য ডুবুডুবু লালাভ রং নদীর জলে পড়ে হাবুডুবু খাচ্ছে
এক নৈর্স্বীগক দৃশ্য ঘাটের পাটাতনে দাঁড়িয়ে দেখছি !


মানুষের জীবনটা বড় অদ্ভুত আজ এখানে তো কাল অন্য খানে
দু’দন্ড শান্তির খোঁজে পথচলা, গৃহে ফেরার আকুতি মনের মাঝে
যেন পরিবারে ফিরলেই সমস্ত দুঃখ কষ্ট বিলীন হয়ে যাবে ।


পরিবার মানুষের জন্য পাঠশালা, ভাল মন্দ, সহবত, সহমর্মিতা
সব কিছুই শেখায় ! আজকাল এটার বড় অভাব, আধুনিকতার ছোঁয়া
লেগে ভালর বদলে মন্দের কারখানা, অসুস্থ্য প্রতিযোগীতা
আত্ম-কেন্দ্রীকতা যেন নিয়মে পরিনত হয়েছে !!