চারিদিকে শীতের ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উড়ছে
দেখা যায় না চেনা যায় না কাছের মানুষ গেলে।
নিঃশ্বাস ছাড়লে ধোঁয়া উড়ে চিমনি ভাটার মত
চশমার গ্লাস ঝাপসা দেখায় শিশির বিন্দু যত।


শীতের কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন ভোর বেলা
কুয়াশার চাদরে সূর্য কে যেন গলা টিপে ধরেছে!
পুব-আকাশে সূর্য মামা জেগে উঠার চেষ্টা অবিরত
আলু তোলার ধুম পড়েছে শীতের কুয়াশা মাঝে
কৃষাণ কৃষাণীর মেলা বসেছে ফসলের মাঠ জুড়ে।


শীত নিবারণে শরীর ঢেকেছে হাতের ঢাকনা কই
উত্তরের বাতাস হিম ধরছে গায় বাঁচার উপায় বল
ঠান্ডার কোপে আঙ্গুল অবশ বোধ শক্তি গেছে চলে।
তবুও মোরা কাজের আনন্দে ফসল উঠায় দলে দলে  
কাজের শেষে মজুরি মিলবে জুটবে পেটে ভাত।