বিষন্নতায় চোখে ঘুম নেয়, ঘুরছি নিশাচরের মত !
বুকের ভিতর খুন হযে আছে প্রিয়তমা।
মন থেকে মস্তিস্ক পর্যন্ত ঘিরে আছে সে !


তুষের আগুন আর নরকের যন্ত্রনা দিবা-নিশি নিস্তার
দেয় না, প্রতিনিয়ত নেমে আসে আমার কাছে।


কিন্ত কোথাও আমি যেতে পারি না,
পৃথিবী আমায় শিকল দিয়ে বেঁধে রেখেছে, এই শিকল
যতই ছাড়াই ততই যেন আমাকে জড়িয়ে ধরে।