সারাদিন ব্যস্ততার মাঝে সময় চলে যায়
কর্মের মাঝে ডুবে গেলে বাহিরের জগত মাথায় থাকে না
এ জন্য পরিবার বন্ধু-বান্ধব থেকে কটু কথা শুনতে হয়
আমি হেসে তাদের কথা ইগনোর করি ।


বন্ধু-বান্ধবরা আমাকে প্রায় গৃহ পালিত বলে ডাকে
আমি মনে করি এই বয়সে এসে ছাত্র জীবনের কথা শুনি
সবার মাঝে এই বোধটা থাকে না
গায়ের মেঠো পথ ধরে আপন মনে নিজের মত করে হাঁটা ।


দুই ধারে পোয়াতি ধানের মাঠ মন হারিয়ে যায় অজানায়
সবুজ আর সোনালী রঙ’র ফসলে মন ভোলানো ভুবন
দখিনা বাতাসে সোঁ সোঁ শব্দ উদাস করে আমায়
আমি যে গেরামের পোলা কাদা-মাটি আমার গায় ।


নদীর জলে জল পোকাদের যেমন প্রেম ভালবাসা
তেমনি আমার গর্বের ভালবাসা আমার গ্রাম
শহরে জীবন এখন হলেও আমি যে গায়ের ছেলে
আমার গাঁ আমার জন্মভূমি আমি বড্ড ভালবাসি।