পাথারে মাঝে আধার খুঁজে, সত্যের সন্ধানে মানুষ ব্যাকুল
কুলের মাঝে অকুল আধার, তরী’র মাঝে বৈঠার অভাব।


অর্ণঘ মন আছে কয়জন, কৃত কর্মের উল্লাস, কুৎসিত হাসি
নির্লজ্জ বেহায়া, রক্ত চক্ষু, অ-প্রকৃতিস্থ যুবতী নারীর দেহ,
মুখ-মুখমণ্ডলে ঘৃণার ছাপ, নর-পশুর দেহের ফষিল, নারীর দেহে আবৃত।


সভ্য সমাজের অন্তরালে ঘাপটি মেরে আছে, নর-পশুর দল,
শিশু, কিশোরী, যুবতী নারী এমনকি মধ্য-বয়সী নারী কেউ রেহায় পায় না,
অন্তর বাসের পবিত্র জায়গা অপবিত্র করে, ঢেলে দেয় পবিত্র পানি,
অপবিত্র করে .........।


হিংস্র নর-পশুকে নিবৃত্ত করার বৃথা চেষ্টা করে, অবশেষে মেলে দেয় গুপ্ত মাদক!
পরাজিত হয় প্রেম, পরাজিত হয় ভালবাসা।