পৌষ মাসের সকাল বেলা কুঁয়াশার চাঁদরে ঢাকা
হাঁড় কাঁপানো শীত পড়েছে শিয়াল মামা কানা।
সুর্য মামা আকাশ ফেড়ে উঁকি দিতে চায়
ফটিক মামা খেজুর গাছে রসের হাঁড়ি নামায়
আনন্দ ভরে মামী দেখ ভাঁপা পিঠা বানায়।


শীতল পাটি বিছিয়ে উঠানে লাইন ধরে বসে
ভাঁপা পিঠা মামী নিয়ে ভাগ্নাদের কাছে আসে
পথ-শিশুর ছেলে মেয়ে পৌষের শীতে কাবু
রোদের তাপে শীত নিবারনে পথের ধারে বসে।


শীতের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা দায়
আধাপেটা খেয়ে তারা নিজের জীবন বাঁচায়
ধণী ছেলেরা শীতের পোষাক নিত্য নতুন কিনে
বনভোজনে ঘুরে বেড়ায় টাকার শ্রাদ্ধ করে।


গাড়ী-বাড়ীতে গরম হাওয়া শীতের বালাই নাই
তাই তো তারা রাস্তায় নামলে মাথা খারাপ হয়
রাজনীতি করে যারা রাজনীতিবিদ নয়, শিক্ষকেরা
শিক্ষকতা ছেড়ে ব্যবসায়ী হয়, জ্ঞান পিপাশু মুর্ছা গেছে
গাইড বুকে নাম লিখেছে ভাবনা চিন্তা নাই।


যৌথ পরিবার স্বপ্ন এখন ! নিজের চিন্তা নিজে দেখুন
সৎ পথে পয়সা কামায় সবাই বলে দুর্বল জামাই।