অভিনয় করে ভাল থাকা প্রকৃত ভাল থাকা এক নয়
সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ ভাল আর মন্দের মাঝে বাঁচে
সুখী হওয়ার অভিনয় করা আর সুখী হওয়া এক নয়
অসুখী হয়ে ও অভিনয় করে সুখী হওয়ার ভান করা।


মুখের নকল হাসি গরীবের ধনী ধনী ভাব করা,
নকল ভদ্র লোক আর মেকী পণ্ডিত ভণ্ড সাধু এক
ভেজাল পন্যর মত বাজার ময় সয়লাব হয়ে গেছে।


প্রেম আর জেদ করে প্রেম দুটি শব্দ এক হতে পারে না
মানুষের ভিতর আর বাহিরে এক হলে অন্য কিছু না হউক
সত্যের শিকড় ছড়িয়ে পড়ে চারিদিকে আমরাও বেড়ে উঠি
মেরু দণ্ডের উপর দাঁড়িয়ে।