অনেক দিন পর এলাম প্রাণের জন্মভুমে
কবে এসেছিলাম ঠিক মনে আসছে না
এমনি হয় জীবন যুদ্ধের সংসারে
আসবো আসবো কারে আসা হয়ে উঠে না।


আমরা কত স্বার্থপর কত অপরাধী
ভুলে থাকি জন্ম ভুমিকে, বাল্য স্মৃতি কৈশোর
তাড়া করে আর তাড়া করে যৌবনের দিনগুলি
বাস্তবতার কষাঘাতে ভুলিয়ে রাখে আমায় ।


পুঞ্জিত স্মৃতির ঝাঁপি বন্ধ রাখি মনের বিরুদ্ধে
মাঝে মাঝে স্মৃতির জানালায় উঁকি মেরে উঠে
শহরের জীবন জ্যোৎস্না রাতের মজা বৈদ্যুতিক
আলো কেড়ে নেয় হর হামেশায় কৃত্রিম অনুভূতি !


গাঁয়ের নীল আকাশ তারাদের মেলা বসেছে ,
দখিনা বাতাসের শির-শিরানী দোলা দেয় বুকে
আদুর থেকে শিয়ালের ডাক নি সুতি রাতের শোভা
শিশির ভেজা ঘাসে মন ময়ূরীর কোলাকুলি।